প্রধান দুই দলের পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণাকে কেন্দ্র করে সভা সমাবেশ নিষিদ্ধ করার পর বিশৃঙ্খলা এড়াতে বন্দরনগরী চট্টগ্রামে টহলে নেমেছে বিজিবি। নগর পুলিশের উপ-কমিশনার (সদর) মাসুদ-উল-হাসান জানান, আজ বৃহস্পতিবার থেকেই নগরীর বিভিন্ন স্থানে পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা টহল শুরু করেছেন। তিনি বলেন, নগর পুলিশের পক্ষ থেকে বিজিবি চাওয়া হয়েছিল। বিজিবির ছয়টি প্লাটুনবে পুলিশ লাইনে পাঠিয়ে দেয়া হয়েছে। বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ঢাকায় শুক্রবারের সমাবেশ করার জন্য দা-কুড়াল নিয়ে কর্মীদের প্রস্তত থাকতে বলার পর আওয়ামী লীগও মাঠে থাকার ঘোষণা দেয়। এ নিয়ে জনমনে উদ্বে সৃষ্টির প্রেক্ষাপটে রাজধানীতে অনির্দিষ্টকালের জন্য সভা সমাবেশ নিষিদ্ধ করে পুলিশ। এরপর গত রোববার দুপুরে নিজের বাসায় সংবাদ সম্মেলন করে ২৫ অক্টোবর চট্টগ্রামের লালদীঘি মাঠে সমাবেশ করার ঘোষণা দেন নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।
এর কয়েক ঘণ্টা পর দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখার সময় একই দিন সমাবেশের জন্য বিএনপি মাঠ ব্যবহারের অনুমতি পেয়েছে বলে দাবি করেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফলে আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রামেও সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এই পরিপ্রেক্ষিতে নগর আওয়ামী লীগের পক্ষ থেকে সমাবেশ স্থগিত করার কথা বলা হলেও যে কোনোভাবে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি।