গুডনিউজ ডেস্ক:
২৯ অক্টোবর ২০১৩
বেসরকারী টিভি চ্যানেল টুয়েন্টি ফোর এ দেওয়া এক সাক্ষাতকারে অনেক বিষয়ে কথা বলেন প্রখ্যাত সাংবাদিক মাহফুজ আনাম। প্রশ্নকর্তার এক প্রশ্নের জবাবে তিনি বলেন যে, সাবেক প্রধান বিচারপতি এবিএম খাইরুল হক একজন বিচক্ষণ ব্যক্তি ছিলেন। কিন্তু, তার প্রদত্ত রায়ের পরিপ্রেক্ষিতে উদ্ভুত পরিস্থিতির কারণেই বলতে হয় যে, তিনি রাজনৈতিক ইররেসপন্সিবেল দায়িত্বহীন কাজ করে গেছেন। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি গণতান্ত্রিক চেতনার সঙ্গে বা সংবিধানের সঙ্গে সংগতিপূর্ণ নয় এটা বলার পরেও বাস্তবতার প্রয়োজনেই তিনি লিখিত রায়ে স্পষ্ট করে বলতে পারতেন যে, আরো দুইটি সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা যাবে; এমনকি তিনি এটাও বলতে পারতেন যে, করতেই হবে। মাহফুজ আনামের ব্যাখ্যা থেকে দেশবাসী বুঝতে পারেন যে ঐ এতিহাসিক রায়টি সম্ভবত; রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল।
পরিপ্রেক্ষিতে