জিম্বাবুয়ে নারী ক্রিকেট দলকে ৮ উইকেটের বিশাল ব্যাবধানে হারিয়েছে বাংলাদেশের নারীরা। বুধবার (১০ নভেম্বর) বুলাওয়েতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নামে উভয় দল। এই জয়ের ফলে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো বাংলাদেশ নারী দল।
টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রথমে ব্যাটিং করতে নেমে ২৩.২ ওভারে মাত্র ৪৮ রানেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। জবাবে ৮ উইকেট ও ২৩৬ বল হাতে রেখে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
দলের পক্ষে সর্বোচ্চ ১৬ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন রুমানা আহমেদ। এছাড়া ১১ রানে অপরাজিত থাকেন ফারজানা হক।
এর আগে শুরুতে ব্যাটিংয়ে নেমে স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ১৭ রান করেন প্রিসিওয়াস ম্যারেঞ্জ। বাকিদের মধ্যে আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট শিকার করেছেন জাহানারা আলম, সালমা খাতুন ও নাহিদা আক্তার এবং একটি উইকেট নেন রিতু মনি।