গতমাসে রাজধানীর পল্লবিতে বোমা হামলা চালিয়ে বাসে অগ্নিসংযোগের মামলায় আল আমিন সহ ১২ জন ছাত্রদল ও যুবদল নেতাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ডিবি পুলিশ রাজধানীর কাফরুল, মহাখালী, স্বাধীনতা স্মরনী, ইব্রাহিমপুর ইত্যাদি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছেন। আজ (মঙ্গলবার) তাদেরকে ঢাকা ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করা হয়। উক্ত মামলায় জড়িত থাকার সন্দেহে গ্রেফতারকৃতরা হলেনঃ আল আমিন, আব্দুল্লাহ, রানা, বাবলু, শহিদুল্লাহ, জাহাঙ্গীর, আবু সালেহ দুর্জয়, নুর ইসলাম, সবুজ, ইসমাইল হোসেন, রনি, শহিদুল ইসলাম, এছাড়াও আবু জোবায়ের রব্বানী নামক আরেক ছাত্রদল নেতা পলাতক রয়েছেন বলে প্রাথমিক তথ্য বিবরণীতে উল্লেখে করেছেন পুলিশ।
উল্লেখ্য যে, গত মাসের (৫ জানুয়ারি) রাজধানীর পল্লবী এলাকায় বিএনপি-জামায়াতে ইসলামির মিছিল থেকে দুর্বৃত্তরা বোমা বিস্ফোরণ করলে মোহনা টিভির অফিসের সামনে রাখা তাদের একটি মাইক্রবাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ বিষয়ে মোহনা টিভির নির্বাহী কর্মকর্তা শাওন রিচার্ড গোমেজ সোমবার (৫ জানুয়ারি) রাতে পল্লবী থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
এদিকে বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে বেআইনি ভাবে দমন করার জন্যই আওয়ামীলীগ মিথ্যা মামলার আশ্রয় নিয়ে বিএনপি-জামায়েত কর্মীদের ফাঁসিয়ে দিয়ে তাঁদের গ্রেফতার করছে।