Ajker Digonto
বৃহস্পতিবার , ৭ জুন ২০১৮ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

শিশুদের জন্য বরাদ্দ বেড়েছে ১১ দশমিক ৭ শতাংশ

প্রতিবেদক
Staff Reporter
জুন ৭, ২০১৮ ৮:১৭ অপরাহ্ণ

২০১৮-১৯ সালের প্রস্তাবিত বাজেটে ১৫টি মন্ত্রণালয় ও বিভাগে শিশুদের বাজেটের জন্য ৬৫ হাজার ৬৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ২০১৭-১৮ বাজেটে এটি ছিল ৫৫ হাজার ৯০০ কোটি টাকা। এ হিসেবে এবার শিশুদের জন্য বাজেট বেড়েছে ১১ দশমিক ৭ শতাংশ। এবার শিশু বাজেট জিডিপির ২ দশমিক ৫৯ ভাগ।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার (৭ জুন) তার বাজেট বক্তৃতায় বলেন, ‘আমাদের লক্ষ্য ২০২০ সাল নাগাদ শিশুকেন্দ্রিক বরাদ্দকে মূল বাজেটের ২০ শতাংশে উন্নীত করা।’

তিনি আরও বলেন, ‘ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুদের জন্য ১৮ মাসব্যাপী উপানুষ্ঠানিক শিক্ষা ও ৬ মাসমেয়াদি দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে ইতোমধ্যে ৯০ হাজার শিশু স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। এ বছর আরও ৬০ হাজার শিশুকে এর আওতায় আনা হবে।’
তিনি বলেন, ‘মালিক-শ্রমিকের সঙ্গে আলোচনা করে ৩৮টি কাজকে শিশুর জন্য ঝুঁকিপূর্ণ বলা হয়েছে। ২০১৫-১৬ অর্থবছর থেকে আমরা শিশু বাজেট প্রণয়নের মাধ্যমে শিশু উন্নয়নকে জাতীয় উন্নয়ন পরিকল্পনা ও বাজেটের মূলধারায় নিয়ে এসেছি। শিশুদের জন্য বরাদ্দ অর্থ প্রতিবছরই বাড়ানো হচ্ছে।’
এবছর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শিশু বাজেটে বরাদ্দ পেয়েছে ২২ হাজার ৩৫৫ কোটি টাকা; যা গতবছর ছিল ২১ হাজার ৮৭১ কোটি টাকা। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ৪ হাজার ৪৫১ কোটি টাকা; যা গতবছর ছিল ৩ হাজার ৮৪৩ কোটি টাকা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ১৭ হাজার ৭১৬ কোটি টাকা; যার গতবছর বরাদ্দ ছিল ১৫ হাজার ৪৫৫ কোটি টাকা। স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দ ২ হাজার ১৪৬ কোটি টাকা; যা গতবছর ছিল ১ হাজার ৭৪৯ লাখ টাকা। স্বাস্থ্যসেবা বিভাগের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৭ হাজার ৮৩১ কোটি টাকা; যা গতবছর ছিল ৬ হাজার ৩০২ কোটি। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জন্য শিশু বাজেটে বরাদ্দ ১ হাজার ৩৮৫ কোটি টাকা; যা গতবছর ছিল ৯২৪ কোটি টাকা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জন্য শিশু বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ২ হাজার ৯৫৫ কোটি টাকা; যা গতবছর ছিল ২ হাজার ৪৭২ কোটি টাকা। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জন্য শিশু বাজেটের বরাদ্দ ১ হাজার ৪০৮ কোটি টাকা; যা গতবছর ছিল ১ হাজার ৪২ কোটি টাকা।

স্থানীয় সরকার বিভাগের জন্য বরাদ্দ ২ হাজার ৫৭৬ কোটি টাকা; যা গতবছর ছিল ১ হাজার ৬৪৩ কোটি টাকা। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ২০ কোটি টাকা; যা গতবছর ছিল ১৭ কোটি টাকা। জননিরাপত্তা বিভাগের জন্য বরাদ্দ ২ হাজার ৪২৯ কোটি টাকা; যা গতবছর ছিল ৫২১ কোটি টাকা। তথ্য মন্ত্রণালয়ের বরাদ্দ ৬১ কোটি টাকা; যা গতবছর ছিল ১০ কোটি টাকা। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১০২ কোটি টাকা; যা গতবছর ছিল ২১ কোটি টাকা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৭১ কোটি টাকা; যা গতবছর ছিল ২৩ কোটি টাকা এবং আইন ও বিচার বিভাগের জন্য শিশু বাজেটে বরাদ্দ ৪১ কোটি টাকা; যা গতবছর ছিল ১০ কোটি টাকা।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

আলোচনার তাগিদ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের

আলোচনার তাগিদ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের

প্রধানমন্ত্রী এত দুর্নীতি করেছেন যে মতা ছাড়তে ভয় পাচ্ছেন : অধ্য সোহরাব উদ্দিন

প্রধানমন্ত্রী এত দুর্নীতি করেছেন যে মতা ছাড়তে ভয় পাচ্ছেন : অধ্য সোহরাব উদ্দিন

পোর্টাল বাংলাদেশ ডটকম ডেস্ক

পোর্টাল বাংলাদেশ ডটকম ডেস্ক

মেটাকে ৮৪ কোটি ডলার জরিমানা করলো ইউরোপীয় ইউনিয়ন

মেটাকে ৮৪ কোটি ডলার জরিমানা করলো ইউরোপীয় ইউনিয়ন

এই বাজেট একটা নীল রঙের বেলুন: মওদুদ

আমরা বিদেশিদের কাছে যাই না, বিদেশিরা আমাদের কাছে আসে: ফখরুল

মারা গেছেন মাধুরী দীক্ষিতের মা

তারেক রহমানের দেশে ফিরতে বাধা কোথায়?

গুলি না করার নির্দেশনা চেয়ে রিট খারিজ, পুলিশকে আইন মেনে চলার নির্দেশ

চলমান অপচেষ্টা নতুন বাংলাদেশের যাত্রায় বাধা হয়ে দাঁড়াচ্ছে: প্রধান উপদেষ্টা