দেশে চরম সংকট বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অ.) মাহবুবুর রহমান। তিনি বলেন, প্রকৃত গণতন্ত্রের চর্চাকে বাদ দিয়ে যে উন্নয়ন হয়, তা হচ্ছে চোরাবালির মতো ক্ষণস্থায়ী। তাই দেশে আজ অর্থনীতি থেকে শুরু করে সর্বক্ষেত্রে চরম সংকট ও উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়া নাগরিক ফোরাম (জিনাফ) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।
সরকারের সমালোচনা করে সাবেক এ সেনা প্রধান বলেন,  যত দিন জিয়ার চেতনা আমাদের মধ্যে থাকবে, ততদিন এ দলকে কেউ ভাঙতে পারবে না। কারণ এ দল ভেসে আসা কোনও দল নয়।
আয়োজক সংগঠনের সভাপতি মিয়া মোহাম্মদ আনোয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপির প্রচার সম্পাদক জয়নাল আবদীন ফরুক, ঢাকা মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সাবেক সাংসদ হেলেন জেরিন খান প্রমুখ।
















 
                                     
                                     
                                     
                                    





 
                                            

