রান্নাঘরে খাবারের উপকরণ বেশি থাকে। ফলে মাছি, পিঁপড়া কিংবা পোকার আনাগোনা এখানেই বেশি দেখা যায়। মাছির কারণে নানা ধরনের রোগ ছড়িয়ে পড়ার আশংকা থাকে। তাই মাছিমুক্ত রান্নাঘর নিশ্চিত করা ভীষণ জরুরি। রান্নাঘরে কীটনাশক ব্যবহার করা ঝুঁকিপূর্ণ। জেনে নিন কীভাবে সহজ কিছু টিপস অনুসরণ করে মাছি দূর করবেন।
- নিমের কয়েকটি ডাল কেটে রান্নাঘরের জানালায় ঝুলিয়ে দিন। মাছির আনাগোনা কমে যাবে।
- ভিনেগার, খাবার সোডা, পানি ও লেবুর রস মিশিয়ে স্প্রে বানিয়ে নিন। রান্নাঘরের মেঝে পরিষ্কার করুন এই দ্রবণ দিয়ে। খাবার টেবিলের আশেপাশে স্প্রে করে দিন। মাছির উপদ্রব থাকবে না।
- লেবু অর্ধেক করে কেটে উপরে লবঙ্গ গেঁথে খাবার টেবিলের ওপর রেখে দিন। মাছির আনাগোনা কমে যাবে।
- নিম পাতা পানিতে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে ছেঁকে ঘর মোছার পানির সঙ্গে মিশিয়ে নিন। এই পানি দিয়ে নিয়মিত ঘর ও খাবার টেবিল মুছুন। অন্যান্য জায়গায় মুছতে পারেন। মাছি আসবে না আর।
- লবঙ্গ শুকিয়ে গুঁড়া করে রান্নাঘরে ছিটিয়ে নিন। মাছি দূর হবে।
- ডিশ ওয়াশিং সোপ, পানি ও ভিনেগার মিশিয়ে স্প্রে করুন রান্নাঘরে।