চলমান টি-২০ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের সন্নিকটে গিয়েছিল পাকিস্তান। তবে ঘুরে দাঁড়িয়ে বিশ্বকাপের ফাইনালে এখন পাকিস্তান। ইমরান খানের নেতৃত্বে ১৯৯২ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পায় পাকিস্তান। সেই বিশ্বকাপের ফাইনালে ২২ রানে ইংল্যান্ডকে হারায় পাকিস্তান। এবারের ফাইনালেও ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে চান পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
ফাইনালে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে বাবর আজম বলেন, ‘হ্যাঁ, ১৯৯২ সালের সেই বিশ্বকাপের সঙ্গে মিল তো আছেই। আমরা ট্রফিটা জেতার চেষ্টা করব আর এই দলটার অধিনায়কত্ব করাও গর্বের। ইনশাআল্লাহ আগামীকালের ম্যাচে আমরা নিজেদের শতভাগ উজাড় করে দেব।’
শুরুটা খারাপ হলেও পাকিস্তান যোগ্য দল হিসেবেই ফাইনালে ওঠেছে মনে করেন বাবর আজম। তিনি আরও বলেন, ‘প্রথম দুই ম্যাচ হারের পর মাশুল দিতে হয়েছিল দলকে। তবে শেষ চার ম্যাচে দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেটা সত্যিই অসাধারণ। আমরা ভালো ক্রিকেট খেলেছি। ফাইনালেও তা ধরে রাখার চেষ্টা করব।’