লিওনেল মেসি নামের ক্ষমতা কতো তা টের পেয়েছিল পিএসজি। ২০২১ সালে মেসি যোগ দেওয়ার পর বেড়ে যায় ক্লাবের জার্সি বিক্রি। সেইসঙ্গে বৃদ্ধি পায় ক্লাবের সোশ্যাল মিডিয়ায় অনুসারী সংখ্যাও।
বৃহস্পতিবার (৮ জুন) ইন্টার মায়ামিতে যোগদানের ঘোষণা দেন মেসি। তার যোগদানের ঘোষণার আগে ক্লাবটির ইনস্টাগ্রামে অনুসারীসংখ্যা ছিল প্রায় ১০ লাখ। আর ঘোষণার চার ঘণ্টার মধ্যেই ইনস্টাগ্রামে ১৩ লাখ অনুসারী বেড়েছে আমেরিকার মেজর লিগ সকারের ক্লাবটির।
স্প্যানিশ গণমাধ্যম মার্কা লিখেছে, খেলাধুলার ইতিহাসে খুব কম তারকাই ফুটবল বিশ্বের ওপর এতটা প্রভাব রাখতে পেরেছেন। এ ব্যাপারে মেসির সঙ্গে শুধু ক্রিস্টিয়ানো রোনালদোরই তুলনা চলে বলেও জানায় তারা।
ইনস্টাগ্রামের পাশপাশি টুইটারেও অনুসারী বেড়েছে ইন্টার মিয়ামির। টুইটারে পাঁচ মিনিটে ক্লাবটির অনুসারী বেড়ে যায় ৭০ হাজার। মেসি নতুন গন্তব্যের ঘোষণার আগে টুইটারে মিয়ামির অনুসারী ছিল ১ লাখ ৯০ হাজার। সেখানে পাঁচ মিনিট পর তা বেড়ে দাঁড়ায় ২ লাখ ৬০ হাজার। বর্তমানে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার ঘোষণার পর পেরিয়েছে ১৪ ঘণ্টা। এ সময়ে টুইটারে অনুসারী বেড়েছে ২ লাখ ১১ হাজার।