পার্বত্য জেলা রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেক ও পাশ্ববর্তী এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সাজেক ভ্যালিতে ৪ ডিসেম্বর (বুধবার) পর্যটক ভ্রমণে নিরুত্সাহিত করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (০৩ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পার্বত্য জেলা রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ও তার পার্শ্ববর্তী এলাকার আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং এসকল এলাকার পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আজ বুধবার (৪ ডিসেম্বর) সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুত্সাহিত করা হলো।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় পর্যটকদের সাজেক ভ্রমণে এই নিরুৎসাহ প্রদান করা হয়েছে।
এই বছরের ২৫ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম দফায় তিন দিন সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করেছিল জেলা প্রশাসন। পরবর্তীতে সেই নিরুৎসাহিতকরণ আরও দুই দফা বৃদ্ধি করা হয়।

 
                    














 
                                     
                                     
                                     
                                     
                                            





