যুক্তরাজ্যভিত্তিক ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট শাহমিরান আহমেদ-এর নাগরিকত্ব বাতিলের দাবিতে সরকারি দল সমর্থিত হেফাজত ইসলাম বাংলাদেশ সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছে। এই প্রচারাভিযানটি উল্লেখযোগ্য মনোযোগ সৃষ্টি করেছে এবং ব্লগার এবং অনলাইন অ্যাক্টিভিস্ট সম্প্রদায়ের মধ্যে একটি আতঙ্কের জন্ম দিয়েছে৷
হেফাজত শাহমিরান আহমেদ এর নাগরিকত্ব বাতিলের দাবিতে ঢাকা, নড়াইল, খুলনা, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে পোস্টার বিতরণ করছে। পোস্টারগুলিতে লিখা ছিলঃ “আল্লাহর আইন অমান্যকারী, ব্যাভিচারকারী, সমকামী, আল্লাহর গজবপ্রাপ্ত, ইহুদি নাসারার এজেন্ট শাহমিরান আহমেদ-এর বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করে প্রকাশ্যে ফাঁসি দাও, দিতে হবে”। প্রচারণার শিরোনাম ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ’।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তা জনাব মোঃ দেলোয়ার হোসেন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
শাহমিরান আহমেদ একজন বিশিষ্ট ব্লগার এবং সমকামীদের অধিকারের পক্ষে সক্রিয় লেখালেখি করেন৷ তিনি বিভিন্ন সামাজিক ও মানবাধিকার বিষয় নিয়েও নিজস্ব ব্লগ ও বিভিন্ন ম্যাগাজিন ও ওয়েবসাইটে লেখেন।