টেনিস ইতিহাসের পাতায় এক নতুন অধ্যায় যুক্ত করলেন নোভাক জোকোভিচ। শনিবার
অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে জয়ের মধ্য দিয়ে গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের
ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ৪০০ জয়ের এক অনন্য মাইলফলক স্পর্শ করেছেন এই
সার্বিয়ান মহাতারকা। রড লেভার এরেনায় অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ ম্যাচে ডাচ খেলোয়াড়
বোতিচ ফন ডে জান্দশুলপকে হারিয়ে ক্যারিয়ারের ২৪টি গ্র্যান্ড স্লামের মালিক জোকোভিচ
এই বিরল রেকর্ডটি নিজের করে নেন। দুই ঘণ্টা ৪৪ মিনিটের লড়াই শেষে ৬-৩, ৬-৪, ৭-৬ (৪)
গেমের ব্যবধানে জয় নিশ্চিত করেন তিনি।
ম্যাচের শুরু থেকেই দাপট বজায় রাখা জোকোভিচ প্রথম দুই সেটে অনায়াসে জয় পেলেও তৃতীয়
সেটে প্রতিপক্ষের কাছ থেকে কড়া চ্যালেঞ্জের সম্মুখীন হন। শেষ পর্যন্ত টাইব্রেকারে
গড়ানো এই সেটটি প্রতিপক্ষের করা আনফোর্সড এররের সুযোগ নিয়ে নিজের পক্ষে টেনে নেন
তিনি। এই জয়ের ফলে মেলবোর্ন পার্কে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করার পাশাপাশি ৩৮ বছর
বয়সী জোকোভিচ বর্তমানে টুর্নামেন্টে টিকে থাকা সবচেয়ে প্রবীণ খেলোয়াড়ের মর্যাদা
পাচ্ছেন। দশবারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন এই তারকা কোয়ার্টার ফাইনালে ওঠার
লড়াইয়ে ইয়াকুব মেনসিক ও ইথান কুইনের মধ্যকার বিজয়ীর মুখোমুখি হবেন।

























