পাঁচ দলের সমন্বয়ে জোট করতে যাচ্ছে বিকল্পধারা বাংলাদেশ, ঘোষণা আসবে নভেম্বরের শেষ নাগাদ।
বি. চৌধুরীর নেতৃত্বে এক ছাতায় আসবে আ স ম আব্দুর রবের জেএসডি, ড. কামাল হোসেনের গণফোরাম, বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক-শ্রমিক জনতা লীগ এবং নাগরিক ঐক্য।
গুডনিউজকে এ কথা জানালেন বিকল্প যুবধারার যুগ্ম গণযোগাযোগ ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম শোভন।
এ কথা বলার অপেক্ষা রাখে না, মহাজোটের সাথে ভোটযুদ্ধে প্রস্তাবিত জোটটি শক্তি বাড়াবে ১৮ দলীয় জোটের। এমন আভাস দিয়েছেন বেশ ক’জন নেতা। এরই মধ্যে বিকল্পধারার সভা-সমাবেশে যোগ দিতে শুরু করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন গ্রিসে রয়েছেন। দু এক দিনের মধ্যেই তার দেশে ফেরার কথা রয়েছে। দেশে ফিরলেই ৫ দলের প্রস্তাবিত জোটের রূপরেখা নিয়ে আলোচনা হবে।