পোর্টাল বাংলাদেশ ডেস্ক:
হরতালের প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে বেড়েছে সব ধরনের সবজি ও মাছের দাম।
রোববার তুলনায় বিভিন্ন সবজির দাম বেড়েছে কেজি প্রতি প্রায় ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত। হরতালে ঠিকভাবে পণ্য আসতে না পারায় দাম ঊর্ধ্বমুখী বলে জানালেন বিক্রেতারা। অন্যদিকে সব ধরনের মাছও বিক্রি হচ্ছে আগের চেয়ে বেশি দামে।
১৮ দলের ডাকা তিন দিনের হরতালের ২য় দিনে রাজধানীর কাঁচা বাজারে ক্রেতা সমাগম অনেকটাই কম দেখা গেছে।
যানচলাচল ব্যাহত হওয়ায় পর্যাপ্ত পণ্য আনা যায়নি বাজারগুলোতে। এ কারণেই একদিনের ব্যবধানে সব ধরনের সবজির দামই বেড়ে যায় উদ্বেগ জনকহারে।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে, পটল ৪০, সিম ৮০ , টমেটো ১১০, আর কেজি প্রতি ৪০ টাকা বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। অন্যদিকে ফুলকপি ও বাধাকপি বিক্রি হচ্ছে প্রতিটি ৪০ থেকে ৫০ টাকায়।
মাছের বাজারে হরতালের কারণে ক্রেতা কম। তবে দাম নাগালের বাইরে বলে অভিযোগ করেছেন ক্রেতারা।
এদিকে গরুর মাংস বিক্রি হচ্ছে ২৭০, খাসি ৪৫০ আর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে।