পোর্টাল বাংলাদেশ ডেস্ক:
চার দিন পরে অবশেষে ঠিক হলো লাল ফোন।
সোমবার দুপুরে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ শাহ কোরাশী লাল ফোন ঠিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
প্রসঙ্গত শনিবার পুর সোয়া একটা থেকে বেগম জিয়াকে প্রধানমন্ত্রীর টেলিফোনে আধ ঘণ্টা চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।
তখন তিনি জানান, বিরোধী দলের নেত্রীর ব্যক্তিগত লাল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু ওই ফোনে কোনো সাড়া পাওয়া যায়নি।
এর পর শনিবার সন্ধ্যায় লাল ফোনে খালেদা জিয়াকে না পেয়ে মুঠোফোনেই কথা বলেন। সে সময় তাদের কথোপকথনে লাল ফোনটি যে ডেড ছিল তাও উঠে আসে।