পোর্টাল বাংলাদেশ ডেস্ক।
৩০ অক্টোবর ২০১৩ বুধবার, নির্বাচন কমিশন কার্যালয়ে, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যগণসহ সরকারি সুবিধাভোগী ব্যক্তি কোনো রাজনৈতিক কর্মসূচীতে অংশগ্রহণ করতে পারবে না—এমন বিধান রেখে দলীয় সরকারের অধীনে, সংসদ বহাল রেখে নির্বাচনীর আচরণবিধির খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এই খসড়া আচরণবিধি সকলের মতামতের জন্য রোববারের মধ্যে ওয়েব সাইটে দেয়া হবে। এক সপ্তাহের মধ্যে যে কেউ এই খসড়াটিতে মতামত দিতে পারবেন। মতামত পাওয়ার পর পরবর্তীতে খসড়াটি চূড়ান্ত করা হবে।