কাঞ্চন কুমার, কুষ্টিয়া থেকে।
৩০ অক্টোবর ২০১৩। হরতাল চলাকালে রাজধানী ঢাকায় চ্যানেল টোয়েন্টিফোর’র সাংবাদিকসহ বিভিন্ন মিডিয়া অফিসকে ল্য করে বোমা নিপে, সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে এবং অবিলম্বে সাগর-রুনী হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে কুষ্টিয়ায় সাংবাদিকরা মানববন্ধন ও সমাবেশ করেছে। আজ বুধবার দুপুর একটায় সর্বস্তরের সাংবাদিকদের উদ্যোগে কুষ্টিয়া শহরের থানার মোড় এলাকায় অনুষ্ঠিত এ মানববন্ধন ও সমাবেশে কুষ্টিয়ার বিভিন্ন দৈনিক পত্রিকার সম্পাদক-সাংবাদিক, জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। দৈনিক আমাদের সময়’র ষ্টাফ রিপোর্টার ও বিজয় নিউজ টয়েন্টি ফোর ডটকমের সম্পাদক শামসুল আলম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে অন্যান্যের মধ্যে দৈনিক দেশতথ্য’র সম্পাদক এসএম হালিমুজ্জামান, দৈনিক যুগান্তর ও এটিএন বাংলা’র ষ্টাফ রিপোর্টার আল-মামুন সাগর, চ্যানেল টয়েন্টি ফোর এর ষ্টাফ রিপোর্টার ও বাংলানিউজের কুষ্টিয়া প্রতিনিধি শরীফ বিশ্বাস, দৈনিক সমকালের কুষ্টিয়া প্রতিনিধি সাজ্জাদ রানা, বিডি নিউজ টয়েন্টি ফোর ডটকমের কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলী, প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান শিপলু, দৈনিক মাটির পৃথিবী’র সম্পাদক এম এ জিহাদ, দৈনিক দেশের বাণী’র জামাল উদ্দিন হায়দারী প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে সাংবাদিকরা ােভ প্রকাশ করে বলেন, মিডিয়া কর্মীরা কোনো দলের না হলেও তাদেরকে প্রতিপ ভেবে হরতাল চলাকালে ঢাকায় ইলেকট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সংবাদপত্র অফিসে একের পর এক বোমা নিপে করা হচ্ছে। সংবাদপত্র-সাংবাদিকরা হরতালের আওয়তামুক্ত হওয়া সত্বেও তাদের উপর হামলা চালানো হচ্ছে, তাদেরকে গুরুতর আহত করা হচ্ছে। সমাবেশে সাংবাদিকরা বিভিন্ন মিডিয়া অফিসসহ সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের প্রতিপ না ভেবে তাদেরকে পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানানো হয়। সাংবাদিকরা বিশেষ করে হরতাল চলাকালে সকল সংবাদপত্র অফিসসহ দেশব্যাপী সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানান। সেই সাথে অবিলম্বে সাগর-রুনী হত্যাকারীদের খুঁজে বের করে গ্রেফতারের দাবি জানানো হয় সমাবেশ থেকে।