মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদের নামের তালিকা পত্রিকায় প্রকাশ করে সংশ্লিষ্ট এলাকায় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ তৈরি করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বুধবার বিকালে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মরণে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত মিলাদ মাহফিলের আগে তিনি এসব কথা বলেন।
সরকারকে উদ্দেশ্য করে গয়েশ্বর বলেন, ‘গণনা করে ৩০ লাখ শহীদের পরিবারের নামের তালিকা পত্রিকায় প্রকাশ করুন। তারপর খালেদা জিয়ার বিরুদ্ধে যত পারেন, প্রয়োজনে ৩০ লাখ মামলা করেন; আপত্তি থাকবে না।’
তিনি বলেন, ‘শহীদদের প্রতি আমাদের দায়িত্ব আছে। তাদের তালিকা থাকবে না কেন? প্রত্যেকটি এলাকায় নাম উল্লেখ করে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ করতে হবে।’
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।