Ajker Digonto
সোমবার , ১ ফেব্রুয়ারি ২০১৬ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

খালেদা মুক্তিযুদ্ধ করেছেন, হাসিনার কোনও অবদান নেই: শাহ মোয়াজ্জেম

প্রতিবেদক
Staff Reporter
ফেব্রুয়ারি ১, ২০১৬ ৬:৫৯ অপরাহ্ণ

বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধে শেখ হাসিনার কোনও অবদান নেই। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া স্বাধীনতা যুদ্ধ করেছেন। সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবনে এক  সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাসভবনে হামলার প্রতিবাদে বিএনপি ওই সমাবেশের আয়োজন করে।
শাহ মোয়জ্জেম হোসেন বলেন, ‘শেখ হাসিনা পুলিশ বিভাগকে দলীয় অঙ্গ-সংগঠনে পরিণত করেছেন। আরও অনেক প্রতিষ্ঠানকে অঙ্গ সংগঠনে পরিণত করেছেন। এর আগে ইয়াহিয়া, আইউব খানেরা এরকম করেও কি ক্ষমতায় থাকতে পেরেছেন, দুনিয়ার কোনও জালেম সরকার কি তা পেরেছে। আপনিও (প্রধানমন্ত্রী) এভাবে ক্ষমতায় থাকতে পারবেন না। এ থেকে মুক্তি দেবেন জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া। তিনি (খালেদা জিয়া)  স্বাধীনতা যুদ্ধ করেছেন। মুক্তিযুদ্ধে শেখ হাসিনার কোনও অবদান নেই।’
‘জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা ও যুদ্ধই করেননি। তিনি আওয়ামী লীগকে রাজনীতি করার পারমিশন দিয়েছেন’ বলেও মন্তব্য করেন শাহ মোয়াজ্জেম হোসেন।

শাহ মোয়জ্জেম হোসেন আরও বলেন, ‘দেশের অবস্থা ভয়াবহ। সারা পৃথিবীর মানুষ দেখছেন আপনি (প্রধানমন্ত্রী) কী করছেন। আপনি বিনা ভোটে জবরদখল করে ক্ষমতায় রয়েছেন। হৃত অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে দলের নেতাকর্মীদের খালেদা জিয়ার নেতৃত্বে  ঐক্যবদ্ধ হতে হবে।  গণতন্ত্র ফিরিয়ে আনতে জিয়ার সৈনিকদের দায়িত্ব নিতে হবে।’

খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বক্তব্যের সমালোচনা করে শাহ মোয়াজ্জেম বলেন, ‘আপনি বলেছেন, মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললে মামলা দেওয়া হবে। আপনি তো মামলা বিভাগের মন্ত্রী না, পোকা খাওয়া বিভাগের মন্ত্রী।’

আইনমন্ত্রী আনিসুল হকের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘তিনি সংসদে দাঁড়িয়ে বলেছেন, বিচারপতি খায়রুল হকের রায় ঠিক আছে। সংবিধানে এ অধিকারটা দেওয়া আছে। তিনি আইনের লোক হয়ে কীভাবে বলেন। দয়া করে সংবিধানটা একটু দেখে নেবেন।’

বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে তাকে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পরিণতিই ভোগ করতে হবে বলে মনে করেন দলটির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন। মির্জা আব্বাস ও এমকে আনোয়ারসহ অনেককে জেলে রাখা হয়েছে উল্লেখ করে মোয়াজ্জেম হোসেন বলেন, ‘ঢাকা মহানগর বিএনপিতে সাদেক হোসেন খোকার অবদানের কথা কে না জানে। দুরারোগ্য রোগে তিনি আমেরিকায় চিকিৎসাধীন রয়েছেন। তারপরেও তার বিরুদ্ধে মামলার পর মামলা। তিনি যদি দেশে আসেন তার কপালেও একই পরিণতি হবে, যা মির্জা আব্বাস ও এমকে আনোয়ারের কপালে হয়েছে।’

ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আবুল বাসারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

তুরস্ক-সিরিয়ায় থামছে না মৃত্যুমিছিল, নিহত ছাড়ালো ১৯ হাজার

তুরস্ক-সিরিয়ায় থামছে না মৃত্যুমিছিল, নিহত ছাড়ালো ১৯ হাজার

কিমকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাতে পারেন ট্রাম্প

দীর্ঘ হরতালে ধ্বংসের পথে পোশাক শিল্প

দীর্ঘ হরতালে ধ্বংসের পথে পোশাক শিল্প

‘জাতীয় সরল উত্তরণ কৌশল’ প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রী

‘জাতীয় সরল উত্তরণ কৌশল’ প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রী

!? লাইভ অনুষ্ঠানে হঠাৎই সম্পূর্ণ নগ্ন !?!

!? লাইভ অনুষ্ঠানে হঠাৎই সম্পূর্ণ নগ্ন !?!

প্রশংসার জোয়ারে ভাসছেন কোহলি

প্রশংসার জোয়ারে ভাসছেন কোহলি

আসন্ন বিমসটেক সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী

শ্রীলঙ্কার চোটের মিছিলে নতুন সংযোজন হাসারাঙ্গা

২০ ডিসেম্বর থেকে করোনার চতুর্থ ডোজ পাবেন যারা

মার্চ-এপ্রিলের মধ্যে নির্বাচন দিতে হবে: এ্যানি