ইরানের দিকে এগিয়ে যাচ্ছে মার্কিন বিশাল রণতরি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড
ট্রাম্পের এমন বক্তব্যের পর মধ্যপ্রাচ্যে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে
শীর্ষস্থানীয় একাধিক আন্তর্জাতিক বিমান সংস্থা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে
সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কায় কেএলএম, লুফথানসা ও এয়ার ফ্রান্সের মতো বড়
সংস্থাগুলো এই অঞ্চলে তাদের পরিষেবা সাময়িকভাবে স্থগিত রেখেছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এই ফ্লাইট বাতিলের সিদ্ধান্তের ফলে ইসরায়েল, দুবাই ও
রিয়াদের মতো গুরুত্বপূর্ণ গন্তব্যগুলোর বিমান যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে
বিঘ্নিত হয়েছে।
এয়ার ফ্রান্স এক ঘোষণায় জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে ২৩ ও ২৪
জুলাই তাদের দুবাইগামী ফ্লাইট চলবে না।
অপরদিকে কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইনস দুবাই, সৌদির রিয়াদ, দাম্মাম এবং ইসরায়েলের
তেলআবিবে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট বাতিল করেছে। তারা বলেছে, ইরান, ইরাক,
ইসরায়েলসহ গালফ অঞ্চলের একাধিক দেশের আকাশসীমা এড়িয়ে চলছে তাদের বিমান।
যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে এমন আশঙ্কায় ইউনাইটেড এয়ারওয়েজ এবং এয়ার
কানাডা ইসরায়েলে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানিয়েছেন, একটি শক্তিশালী
মার্কিন ‘আর্মাডা’ বা রণতরির বহর ইরান অভিমুখে যাত্রা করেছে।
এর আগে সামরিক অভিযানের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হলেও প্রেসিডেন্টের এই নতুন বার্তা
উত্তেজনাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। হোয়াইট হাউসের মতে, তেহরান বিক্ষোভকারীদের
মৃত্যুদণ্ড স্থগিত করলেও ওয়াশিংটনের সামরিক পরিকল্পনায় এর কোনো প্রভাব পড়েনি।






















