শুক্রবার সরস্বতী পূজার এক মাহেন্দ্রক্ষণে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময়ের
প্রেমের সম্পর্ককে পূর্ণতা দিয়ে তিনি তাঁর প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে
কাগজ-কলমে ও ধর্মীয় রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মধুমিতার জীবনসঙ্গী দেবমাল্য
চক্রবর্তী পেশায় একজন সফটওয়্যার প্রকৌশলী এবং ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রীর মতোই
অত্যন্ত ভ্রমণপিপাসু। এর আগে ১৮ জানুয়ারি তাঁদের বাগদান সম্পন্ন হয়েছিল, যা সামাজিক
যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে অভিনেত্রী ‘শুধুই আমার’ ক্যাপশনে ভক্তদের সঙ্গে
শেয়ার করেছিলেন।
বিবাহের আয়োজনে মধুমিতাকে ঐতিহ্যবাহী লাল বেনারসি, সর্বাঙ্গে সোনার গয়না এবং কপালে
নিখুঁত চন্দনের কারুকাজে এক অপরূপা বাঙালি কনের সাজে দেখা গেছে। পর্দার অসংখ্য
বিয়ের অভিজ্ঞতার সঙ্গে বাস্তব জীবনের এই বিশেষ মুহূর্তের তুলনা করে তিনি অত্যন্ত
আবেগপ্রবণ হয়ে বলেন, ‘পর্দার বিয়ের সঙ্গে এটার কোনো তুলনাই হয় না। নিজের বিয়ে তো
সবচেয়ে বেশি স্পেশাল।’ এই আনন্দঘন মুহূর্তে পরিচালক শিলাদিত্য মৌলিকসহ শোবিজের অনেক
ঘনিষ্ঠ বন্ধু ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত থেকে নবদম্পতিকে শুভকামনা জানান।
এটি অভিনেত্রী মধুমিতা সরকারের দ্বিতীয় বিয়ে। এর আগে খুব অল্প বয়সে তিনি অভিনেতা
সৌরভ চক্রবর্তীর সঙ্গে বৈবাহিক জীবনে জড়িয়েছিলেন, তবে পরবর্তী সময়ে তাঁদের বিচ্ছেদ
ঘটে। দীর্ঘ বিরতি কাটিয়ে বন্ধু দেবমাল্য চক্রবর্তীর হাত ধরে তিনি আবারও সংসারে থিতু
হলেন। গত বছরের মাঝামাঝি সময়ে অভিনেত্রী জানিয়েছিলেন যে, ডিসেম্বর বা জানুয়ারির
শুরুর দিকেই তাঁরা সাতপাকে বাঁধা পড়ার পরিকল্পনা করছেন এবং সেই অনুযায়ী সরস্বতী
পূজার রাতে এই জুটির শুভ পরিণয় সম্পন্ন হলো।

























