বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমরকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের উপ-পরিচালক হারুনুর রশীদের নেতৃত্বে একটি অনুসন্ধান টিম বৃহস্পতিবার সকাল ১০টায় তাকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গেছে।
এরই মধ্যে তার স্থাবর-অস্থাবর সম্পদের বিষয়ে নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার সন্ধ্যায় দুদক কমিশনার মো. শাহাবুদ্দিন চুপ্পু বলেন, ‘তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থাকায় দুদক তা খতিয়ে দেখছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে দুদক।’
উল্লেখ্য, ২০০৭ সালের ২৭ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থানায় অবৈধভাবে সম্পদ অর্জন ও সম্পদের হিসাব গোপন করার অভিযোগ এনে শাহজাহান ওমরের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় শাহজাহান ওমরকে ১৩ বছর, তার স্ত্রীকে তিন বছরের সাজা দেন ঢাকার বিশেষ আদালত। পরে উচ্চ আদালত থেকে জামিন পান এই সাবেক প্রতিমন্ত্রী ও তার স্ত্রী।