গুডনিউজিবিডি ডেস্ক:
দেশের বিভিন্ন জেলায় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের নেতা কর্মী, পুলিশ ও বিজিবি’র সংঘষে ছাত্রদলের চারজন ও ছাত্র শিবিরের দুই কর্মী নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচ শতাধিক এর বেশি।
কক্সবাজারের চকরিয়ায় বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি জনসভাকে কেন্দ্র করে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়। ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের হলে সেখানে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় দুইজন নিহত হয়।
চাঁদপুরে পুলিশ-আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আরিফ নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছে। আহত হয়েছে ৪০ জন।
সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও সেখানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। তবে শ্যামনগর উপজেলায় আওয়ামী লীগ কর্মীরা শফিকুল ইসলাম নামে এক জামায়াত কর্মীকে পিটিয়ে হত্যা করেছে বলে জানা গেছে।
নীলফামারীর জলঢাকায় জামায়াত-শিবিরের সাথে র্যাব পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় মোসলেম উদ্দিন নামে এক শিবির কর্মী নিহত হয়েছে।
সারাদেশের এসব সংঘর্ষে পুলিশ-বিজিবি প্রচুর টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। আহতের পরিমাণ পাঁচ শতাধিক এর বেশি।