পোর্টাল বাংলাদেশ ডেস্ক:
২৭/১০/২০১৩ ১৮ দলীয় জোটের ঘোষিত টানা ৬০ ঘন্টার হরতালের ১ম দিন ও সপ্তাহের ১ম দিন রবিবার শেয়ার মার্কেটের সকল সূচক ছিল চাঙ্গা। অনেক দিন পর ঢাকা ষ্টক এক্সচেঞ্জ এর শেয়ার মার্কেটের সাধারণ মূল্য সূচক ১০৯ পয়েন্ট বৃদ্ধি পায়। এদিন ডিএসই ৩০ সূচকও ২৫ পয়েন্ট বৃদ্ধি পায়।
সপ্তাহের ১ম দিন রবিবার সকাল থেকে সূচক একটু একটু করে বৃদ্ধি পেতে থাকে। দিন শেষে বেড়ে তা ১০৯ পয়েন্টে শেষ হয়। এই দিন মোট ৭১৬৪৫টি লেদদেনের মাধ্যমে ৭৯৮০৬৫২০ টি শেয়ার ও ইউনিট হাত বদল হয়। যার মূল্য দাঁড়ায়
২৪৯,০০,০৫,০০০ টাকা। এই দিন মোট ২৪৭ টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বৃদ্ধি পায় ও ৩৪ টি প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য হ্রাস পায় ও ৭ টি প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য অপরিবর্তীত থাকে।
এইদিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দর বেশী বৃদ্ধি পায়। মূল্য বৃদ্ধির শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানের মধ্যে ৭টি ছিল ব্যাংক খাতের।