পোর্টাল বাংলাদেশ ডেস্ক:
৬০ ঘণ্টার হরতালের তৃতীয় দিন আজ মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডি এলাকায় হরতাল সমর্থকদের ছোড়া হাতবোমায় আহত হয়েছেন হাজারীবাগের ওসি মাইনুল ইসলাম। তার ডান উরুতে সাতটি স্পিøন্টার লেগেছে। সকাল ৬টা ৪০ এ ধানমন্ডি ১৯ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। আহত ওসিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রমনা জোনের ডিসি মারুফ হোসেন সরদার আমাদের সময়কে জানান, ধানম–ির ১৯ নম্বর সড়কে হরতাল সমর্থকরা নাশকতার জন্য জড়ো হচ্ছে খবর পেয়ে ওসি মাইনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সেখানে যায়। পুলিশ সদস্যরা গাড়ি থেকে নামার সময় হরতালকারীরা তাদের লক্ষ্য করে ৫/৭টি হাতবোমার ছুড়ে মারে। এতে বিস্ফোরিত বোমার স্পিøন্টারে ওসি আহত হন। ঘটনার পর পরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ডিসি মারুফ হোসেন সরদার সকাল সাড়ে ৯টায় আমাদের সময়কে জানান, ওসির ডান উরু থেকে বোমার স্পিøন্টার বের করতে তাকে অস্ত্রপচার কক্ষে ঢুকানো হয়েছে। তার ভাষায়, ওসি আউট অব ডেঞ্জার।