রংপুরের গঙ্গাচড়ায় বিএনপির বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ২ হাজার জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
আজ শুক্রবার বিকেলে গঙ্গাচড়া থানা পুলিশ ৫০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ২ হাজার জনের বিরুদ্ধে এ মামলা করে।
রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) হোসাইন রায়হান দ্য ডেইলি স্টারকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
পুলিশ মামলার আসামিদের নাম না জানালেও, স্থানীয় বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে এ মামলা করা হয়েছে বলে গঙ্গাচড়া উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘পুলিশ আমাদের কর্মসূচিতে বাঁধা দিয়ে এখন আমাদের হয়রানি করতে নেতাকর্মীদের বিরুদ্ধে এ মামলা করেছে।’
নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওন হত্যাসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিকেলে গঙ্গাচড়ায় বিক্ষোভ কর্মসূচি ছিল বিএনপির। বিকেল সাড়ে ৩টা থেকে উপজেলার পুরাতন সোনালী ব্যাংক মোড় এলাকায় দলীয় নেতাকর্মীরা জড়ো হন।
সেখান থেকে বিকেল সাড়ে ৪টার পর বিএনপি নেতাকর্মীরা পুরাতন সোনালী ব্যাংক মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গঙ্গাচড়া বাজারের দিকে যেতে চাইলে পুলিশ বাঁধা দেয়। এতে পুলিশ ও বাজারের দোকান উদ্দেশ্য করে বিএনপি নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ লাঠিচার্জ করে।
এ ঘটনায় ওসিসহ ১৫ জন পুলিশ সদস্য ও অর্ধশতাধিক আহত হন।
সহকারী পুলিশ সুপার হোসাইন রায়হান বলেন, ‘বর্তমানে গঙ্গাচড়ার পরিস্থিতি শান্ত আছে। নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, সেজন্য যাচাই-বাছাই করে মামলা করা হয়েছে।’