Ajker Digonto
মঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

প্রথম ওয়ানডের টিকিটে ভুল পতাকা

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ১২:৫৬ অপরাহ্ণ

একদিন বাদেই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে তিন  ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ। আগামীকাল বুধবার (১ মার্চ) দুপুর ১২টায় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে ইংলিশদের বিপক্ষে মাঠে নামবে টাইগার বাহিনী। তার আগে আজ থেকে মিরপুরে শুরু হয়েছে সেই ম্যাচের টিকিট বিক্রি। তবে সেই টিকিটেই এবার বড় এক ভুল করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচের টিকিটে ইংল্যান্ডের পতাকার জায়গায় যুক্তরাজ্যের পতাকা ব্যবফার করেছে বিসিবি।

প্রকৃত পক্ষে যুক্তরাজ্য গঠিত ইংল্যান্ড, নর্দান আয়ারল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ড নিয়ে।সাধারণত অলিম্পিকের মতো আসরগুলোতে ইংল্যান্ডের অ্যাথলেটরা যুক্তরাজ্যের হয়ে অংশ নেন। তবে ক্রিকেট আর ফুটবলের পৃথক অ্যাসোসিয়েশন বা ফেডারেশন রয়েছে প্রতিটি দেশেরই, তাই এই দুটি খেলায় স্বতন্ত্রভাবেই অংশ নেয় তারা।
শুধুমাত্র ইংল্যান্ডের হয়ে অংশ নিলে সেখানে সাদা রঙের উপর লাল ক্রস চিহ্ন সম্বলিত পতাকা ব্যবহার করা হয়। তবে প্রথম ওয়ানডের টিকিটে বিসিবি যুক্তরাজ্যের পতাকা ব্যবহার করেছে।

সর্বশেষ - অন্যান্য