Ajker Digonto
শনিবার , ২৯ এপ্রিল ২০২৩ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

আগ্রাসী ক্রিকেট মানেই স্টেডিয়ামের বাইরে বল পাঠানো নয়: হাথুরুসিংহে

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
এপ্রিল ২৯, ২০২৩ ১:১৩ অপরাহ্ণ

ওয়ানডেতে বাংলাদেশ যতটা শক্তিশালী, টি-টোয়েন্টিতে ঠিক যেন তার উল্টো। এমনকি টি-টোয়েন্টি যেন ঠিকমতো খেলতেই পারে না বাংলাদেশ, এমন কথাগুলো প্রচলিত ছিলো কিছুদিন আগেও। তবে বিগত কিছুদিন ধরে যেন পরিবর্তন এসেছে এই ধারণার। চন্ডিকা হাথুরুসিংহকে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব দেওয়ার পর সবশেষ ইংল্যান্ড আর আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডেতেও যেন নতুন এক বাংলাদেশকে দেখেছে ভক্ত-সমর্থকরা।

টি-টোয়েন্টির জন্য যেমন আগ্রাসী আর আক্রমণাত্মক খেলা দরকার সেটিই যেন দেখা গেছো বাংলাদেশের ক্রিকেটার বিশেষত ব্যাটারদের মধ্যে। আগে টি-টোয়েন্টিতেও অনেকটা ধীরস্থিরভাবে ব্যাট করা বাংলাদেশ হঠাৎ করেই যেন নিজেদের খোলস ছেড়ে বেরিয়েছে। টি-টোয়েন্টি বা ওয়ানডে, সব ফরম্যাটেই টাইগাররা চড়াও হচ্ছেন প্রতিপক্ষের ওপর।

বাংলাদেশের ক্রিকেটের এমন পরিবর্তন বেশ ইতিবাচকভাবেই দেখছেন ভক্ত-সমর্থক থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষকরা। টাইগার কোচ হাথুরুসিংহেও ক্রিকেটারদের এমন আগ্রাসী মনোভাবই দেখতে চান মাঠে। তবে আগ্রাসী ক্রিকেট সম্পর্কে সবার ভুল ধারণা আছে বলেও জানান এই লঙ্কান কোচ।

আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন অ্যাওয়ে সিরিজের আগে সিলেটে তিনদিনের অনুশীলন ক্যাম্পের শেষদিন আজ (২৯ এপ্রিল) সংবাদ সম্মেলনে এসে হাথুরুসিংহে বলেন, ‘সব সময় আগ্রাসী ক্রিকেট খেলার মানসিকতা থাকবে আমাদের। এর মানে এই না যে, বল মেরে স্টেডিয়ামের বাইরে পাঠাতে হবে। আগ্রাসী ক্রিকেট মানে হলো, যা-ই করি না কেন, ইতিবাচক মানসিকতা নিয়ে করতে হবে। পাশাপাশি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও আগ্রাসী থাকা, সেটা হোক দল বাছাই কিংবা ফিল্ড প্লেসিং কিংবা কী ধরনের বোলিং করা হবে। আমরা ছেলেদেরকে এই স্বাধীনতা দিতে যাই, যেন তারা মাঠে গিয়ে নিজেদের মেলে ধরতে পারে।’

তিনি আরও বলেন, ‘ওপেনার হলে ১০ ওভার ব্যাট করতে হবে, কীভাবে শুরু করতে হবে এবং ফিল্ডিং রেস্ট্রিকশনের (৩০ গজের মধ্যে ফিল্ডার রাখার বাধ্যবাধকতা) সর্বোচ্চ ব্যবহার কীভাবে করতে হবে সেটাও ভাবতে হবে। মাঝে ব্যাট করলে পরিস্থিতি অন্যরকম থাকবে। কখনও চারজন বা পাঁচজন আউট হওয়ার পর আসতে হবে (ব্যাটিংয়ে)।’

হাথুরুসিংহে বলেন, ‘কীভাবে শুরু করতে হবে, ‘তা নিয়ে অনুশীলন করা গুরুত্বপূর্ণ। যদি এভাবে অনুশীলন না করেন তাহলে উইকেটে গিয়ে থমকে যেতে হবে, যেটা আমরা চাই না। আমরা চাই কোন পরিস্থিতিতে কেমন খেলতে হবে সে বিষয়ে সবার মাথা পরিষ্কার থাকুক।’

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

খাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

সরকার বিরোধী লেখকের ফাঁসির দাবিতে সারাদেশে দেয়াল গ্রাফিতি

কোথায় ভূমিষ্ঠ হবে রণবীর-আলিয়ার সন্তান!

চলে গেলেন ‘পথের পাঁচালী’র দুর্গা

দেশে বড় সন্ত্রাসী হামলার আশঙ্কা, সীমান্তে সতর্ক বিজিবি

‘অবসরে গিয়ে রায় লেখা সংবিধানপরিপন্থী’

টিজারেই প্রসংশা কুড়াচ্ছে ঐশ্বরিয়ার ৫০০ কোটি রুপির সিনেমা

বিদ্যুতের গ্রাহক সেবায় হটলাইন চালু

মাইক্রোবাসে বোমা হামলার অভিযোগের মামলায় ছাত্রদল নেতা আটক

মাইক্রোবাসে বোমা হামলার অভিযোগের মামলায় ছাত্রদল নেতা আটক

‘যুক্তরাষ্ট্র-ইসরাইলকে ঠেকাতে’ ইরানের নয়া পদক্ষেপ