রাজধানী ঢাকা, সমুদ্রনগরী চট্টগ্রাম ও সিলেট সহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে সুইডেন প্রবাসী নারীবাদী ব্লগার নিলুফার হকের ফাঁসির দাবীতে দেয়াল লিখন পর্যলক্ষিত হয়। এ নিয়ে ব্লগার ও মানবাধিকার কর্মীদের মধ্যে এক ধরনের আতংক লক্ষ্য করা যায়। তবে কে বা কারা এই দেয়াল লিখন করেছে তার খোঁজ মিলেনি এখনো।
উক্ত দেয়াল লিখনে লিখা ছিল “অধার্মিক ম্যাগাজিনের অন্যতম লেখিকা মুসলিম জাতির কলঙ্ক, নাস্তিক, কুলাঙ্গার, নারীবাদী ব্লগার নিলুফার হক-কে অবিলম্বে গ্রেফতার করে তার নাগরিকত্ব বাতিল কর, করতে হবে।”
তবে এ বিষয়ে খোঁজ নিলেও কে বা কারা সারাদেশে এই দেয়াল লিখন করেছে তা নিশ্চিত করে খোঁজ মিলেনি।
তথ্য সূত্রে জানা যায়, নিলুফার হক দীর্ঘদিন ধরে অনলাইনে মানবাধিকার, নারীবাদীতা ও বাংলাদেশের নানা ধরনের সামাজিক সমস্যা তুলে ধরে নিজস্ব ব্লগ, ম্যাগাজিন ও বিভিন্ন অনলাইন প্লাটফর্মে এ ধরনের লেখালেখি করছেন। তিনি বাংলাদেশী নাগরিক, তবে দীর্ঘ দিন ধরে পরিবার সমেত সুইডেনে বসবাস করছেন। এবং তাঁর এ ধরনের লেখালেখির কারনে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাও হয়েছে।
এ বিষয়ে মন্তব্যের জন্য সুইডেন প্রবাসী ব্লগার নিলুফার হকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও এখনো যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।