ঢাকা-সিলেট করিডর মহাসড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় নরসিংদীর রায়পুরায় বীরশ্রেষ্ঠ
মতিউর রহমানের ম্যুরালটি অপসারণের পর পুনরায় নির্মাণেরকাজ আনুষ্ঠানিকভাবে শুরু
হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলার মাহমুদাবাদ এলাকায় এই
পুনর্নির্মাণকাজের উদ্বোধন করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা।
মূলত মহাসড়ক প্রশস্তকরণের কাজ নির্বিঘ্ন করতে আগের স্থাপনাটি সাময়িকভাবে সরিয়ে
নেওয়া হয়েছিল এবং বর্তমানে আগের নকশা অনুসরণ করেই নির্মাণকাজ শুরু করা হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২০ জানুয়ারি) সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) এবং প্রকল্পের
ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যুরালটি অপসারণ করে। তবে এক্সকাভেটর দিয়ে ম্যুরালটি ভাঙার
ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে বিভ্রান্তি ও উদ্বেগের সৃষ্টি
হয়। এই প্রেক্ষাপটে সওজ ও উপজেলা প্রশাসন নিশ্চিত করেছে যে, ‘বীরশ্রেষ্ঠ মতিউরনগর’
নামক এই স্থাপনাটি সাময়িকভাবে সরানো হয়েছে এবং এটি বীরশ্রেষ্ঠের প্রতি কোনো ধরনের
অবহেলার বহিঃপ্রকাশ নয়। নতুন পরিকল্পনায় ম্যুরালটি আগের চেয়ে আরও বড় পরিসরে তৈরি
করা হচ্ছে। আগে ম্যুরালটির আয়তন ১৬ ফুট বাই ১৬ ফুট থাকলেও এখন তা ৩০ ফুট বাই ৩০ ফুট
করা হচ্ছে, যাতে দূর থেকেও এটি পথচারীদের দৃষ্টিগোচর হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতির প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন
করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, ‘আমরা চেয়েছিলাম বীরশ্রেষ্ঠ
মতিউর রহমানের ম্যুরালটি রেখেই মহাসড়ক প্রশস্তকরণের কাজ চালিয়ে যেতে। কিন্তু এটি
সড়কের মাঝখানে পড়ে যাওয়ায় সাময়িকভাবে অপসারণ করতে হয়। মহাসড়কের জন্য নির্ধারিত
জায়গার পরই আগের চেয়ে বড় আকারে ম্যুরালটি নির্মিত হচ্ছে। আগামী ২৬ মার্চের আগেই
নির্মাণকাজ শেষ করা হবে।’ নির্ধারিত সময়ের মধ্যেই এই ম্যুরালটি পুনর্নির্মিত হয়ে
দেশপ্রেমের নিদর্শন হিসেবে পুনরায় দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেছে স্থানীয়
প্রশাসন।
























