প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ জানান, প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।
প্রধানমন্ত্রীর ভাষণের ঘোষণায় নড়েচড়ে বসেছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। সাধারণ মানুষও তুমুল আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর ফলে বর্তমান সংসদের ৯০ দিনের মধ্যে অর্থাৎ ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচন হবে। এদিকে কার্য উপদেষ্টা কমিটি সংসদের চলতি অধিবেশন ২৪ অক্টোবর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
অন্যদিকে বিরোধী দল বিএনপি ‘নির্দলীয় সরকার পদ্ধতির’ বিল সংসদে পাস না করলে ২৫ অক্টোবর থেকে সরকার পতনের কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে। এরই মধ্যে আগামী ২৫ অক্টোবর ঢাকায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। আওয়ামী লীগও ওইদিন সমাবেশ করার ঘোষণা দিয়েছে।
দু’দলের এমন মুখোমুখী অবস্থান নেওয়ার আগেই এখন এই ভাষণের ঘোষণা এল।