গুডনিউজ ডেস্ক।
২৯ অক্টোবর ২০১৩ মঙ্গলবার বাংলাদেশ কল্যাণ পার্টির আইন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট মো. মুবিনুল হক, প্রধান নির্বাচন কমিশনার বরাবরে এডিসহ রেজিস্ট্রিকৃত একটি লিগ্যাল নোটিশ (নোটিশ ডিমান্ডিং জাস্টিস) প্রেরণ করেন। তার নোটিশে গত ৩১/০৮/২০১৩ তারিখে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ এমপিরা পদত্যাগ না করলে মহাসংকটের যে আশংকা ব্যক্ত করেছেন, সেই আশংকা তিনি কেন ব্যক্ত করেছেন তা ব্যাখ্যা করা প্রয়োজন মর্মে উক্ত লিগ্যাল নোটিশ প্রেরণ করেন। তিনি নোটিশে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা এবং সাবেক প্রধান বিচারপতি মো. হাবিবুর রহমান সম্পাদিত আইন শব্দ কোষের আলোকে বলেন, ১৯৫৭ সালের দি হাউজ অফ কমনস ডিসকোয়ালিফিকেশন আইনে লাভজনক পদে নিয়োজিত ব্যক্তিদের সংসদ সদস্য পদে থাকার এবং সংসদ সদস্য হওয়ার অযোগ্য বলে ঘোষণা করা হয়। বাংলাদেশের সংবিধানেও লাভজনক পদে অধিষ্ঠিত ব্যক্তিদের সংসদ সদস্য থাকার এবং সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অযোগ্য বলা হয়েছে মর্মে তিনি বিভিন্ন তথ্য-উপাত্ত লিগ্যাল নোটিশে উপস্থাপন করেন।
জাতীয় নিরাপত্তাহীনতার আশংকা ও সম্ভাব্য গৃহযুদ্ধের আশংকার সৃষ্ট সাংবিধানিক সংকট থেকে উত্তরণের জন্য সংবিধানের উক্ত ৬৬/৪ অনুচ্ছেদের বাস্তবায়নের সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য উক্ত লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয়।

 
                                            














 
                                     
                                     
                                     
                                    






